প্রতিদিন শতাধিক মানুষকে খাওয়াচ্ছে আরামবাগের সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান

আজাহারউদ্দিন : সমস্ত দেশ জুড়ে মহামারী আকার ধারণ করেছে,করোনা ভাইরাস, মানুষ দিশেহারা হয়ে পড়েছে, মারন কামড ছোবল থেকে রেহাই পেতে সকলেই গৃহবন্দি হযে আছেন। এর পাশাপাশি করোনা ভাইরাস নিয়ে মানুষ যখন আতঙ্কিত তখন সাস্থ পরিষেবার জন্য নিজ উদোগে ১০০বেড কোযারেন্টাইন আরামবাগ মহকুমা হাসপাতালে দেন বিশিষ্ট সমাজসেবী তথা আরামবাগ হোটেল এন্ড রিসর্ট এর কর্ণধার সৈয়দ জিয়াজুর রহমান,নিজস্ব হোটেল আছে সেইগুলো প্রয়োজনে ব্যবহার করতে পারেন, আরামবাগ মহকুমা হাসপাতালে দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে, রক্তদান শিবিরের চিন্তা ভাবনা আছে, সাস্থ পরিষেবা সঠিক ভাবে পরীক্ষা হলে মানুষেরপ্রচুর সুবিধা হবে, বিশ্ব বাপী জুড়ে করোনা ভাইরাস নিয়ে মানুষ চিন্তিত কর্মসূত্রে অনেকেই বাইরে, লকডাউন হওয়ার ফলে অনেক বাডি আসতে পারে না তখন ঐ সমস্ত পরিবারের পাশে সাহায্য সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যবোধ বলে মনে করি,এর ফলে আল্লাহ্ পাক খুব খুশি হবেন, এবং আরামবাগ বিধানসভা ছাড়া ও খানাকুল,পুরশুডা, গোঘাট,তারকেশ্বর, জাঙ্গিপাড়া, হরিপাল সহ বিভিন্ন জায়গায় প্রতিদিন 500 মানুষের হাতে চাল,আলু, ডাল,ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং ভবঘুরে শহরের মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন আরামবাগ হোটেল এন্ড রিসর্ট এর কর্ণধার সৈয়দ জিয়াজুর রহমান।লকডাউন যতদিন চলবে আমি সাহায্য সহযোগিতা করে যাবো, কারন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাদের অবস্থা খুবই খারাপ, এছাড়া ও ৪৮৫জন এতিম বাচ্চাদের নিজ উদোগে সাহায্য করে ন। লকডাউনের ফলে বাঙালী শ্রমিকরা অসহায় হয়ে আছেন তাদের পাশে সর্বদা আমি আছি, সকলের উদ্দেশ্যে তার আবেদন করোনা ভাইরাস নিয়ে সকলকেই সর্বদা স্যানিটারি দিয়ে হাত ধুয়ে নিন,খুব প্রয়োজন ছাড়া কোথায় যাবেন না, বাড়িতে বসে থাকুন,যার যতটা ক্ষমতা আছে সকলেই মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আরামবাগ হোটেল এন্ড রিসর্ট এর কর্ণধার সৈয়দ জিয়াজুর রহমান ।