|
---|
চীন যদি করোনা ভাইরাস ছড়ায় তাহলে তাকে তার ফল ভুগতে হবে
নতুন গতি ওয়েব ডেস্ক:
চিন যদি জেনেবুঝে করোনাভাইরাস ছড়িয়ে থাকে, তবে তাদের ফল ভোগ করতে হবে। হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা মোকাবিলা. চিনের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ ট্রাম্প সরাসরি তাদের বিরুদ্ধে অস্বচ্ছতা এবং গোড়ার দিকে অসহযোগিতার অভিযোগ এনেছেন। তাঁর কথায়, যদি তারা সম্পূর্ণ জ্ঞাতসারেই দায়ী থাকে, তবে তার পরিণতি তেমনই হবে। ১৯১৭ সালের পর সবথেকে বেশি প্রাণহানি হচ্ছে এখন। ট্রাম্প বলেছেন, করোনা মহামারীর আগে তাঁর সঙ্গে চিনের সম্পর্ক খুবই ভালো ছিল। তারপরই এসব ঘটল। এখন অবস্থা অনেকটাই পাল্টেছে। তাঁর মতে, সাধারণ ভুল থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এক জিনিস আর ইচ্ছাকৃতভাবে তা করা আরেক জিনিস। ইতমধ্যেই আমেরিকায় আক্রান্ত দাঁড়িয়েছে ৭,৩৪,৫২। মারা গিয়েছেন ৩৮,৮৩৫। গোটা বিশ্বে এখন আক্রান্ত এবং মৃত সবথেকে বেশি আমেরিকাতেই। তারপর স্পেন, ইতালি আর ফ্রান্স।