সান স্ট্রোকে আক্রান্ত ভবঘুরে কে হাসপাতালে ভর্তি করালো কৈচর পুলিশ

পারিজাত মোল্লা : সোমবার পূর্ব বর্ধমান জেলার কৈচর এলাকায় স্থানীয় থানার পুলিশের মানবিক ভূমিকা সামনে এলো।এদিন কাটোয়া – বর্ধমান সড়কপথে মোবাইল ডিউটি চলাকালীন কৈচর পুলিশ ফাঁড়ির এএসআই বলরাম চট্টোপাধ্যায় ছোট পসলা মোড়ের কাছে একজন বছর ত্রিশের ভবঘুরেকে শারীরিক অসুস্থ অবস্থায় দেখতে পান। স্থানীয়রা জানান -‘ তীব্র দহনে সান স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন ওই ভবঘুরে’।অসুস্থ ভবঘুরের বিষয়টি কৈচর পুলিশ ফাঁড়ির আইসি শরিফুল ইসলাম সংশ্লিষ্ট থানা অর্থাৎ মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ কে জানান । বিষয়টি খবর পাওয়া মাত্রই আইসির নির্দেশে ওই ভবঘুরে কে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী ভাতার হাসপাতালে চিকিৎসা করার জন্য নিয়ে যায় পুলিশ । মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ জানিয়েছেন -” অত্যাধিক গরমে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিলেন। মোবাইল ডিউটিতে থাকা পুলিশরা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য “। বর্তমানে সে ভাতার হাসপাতালে চিকিৎসাধীন আছে। অসুস্থ ব্যক্তিটির কোন পরিচয় পাওয়া যায়নি। ভাতার হাসপাতালের ডাক্তারবাবুরা জানিয়েছেন -‘ অত্যাধিক গরমে ওই ব্যক্তি অসুস্থ হয়ে গিয়েছিলেন। সময়মত হাসপাতালে না আনলে প্রাণহানিও ঘটতে পারতো ‘। প্রসঙ্গত, কয়েকদিন পূর্বেই মঙ্গলকোট থানার সামনে ৭ নং রাজ্য সড়কে দিনভর জলছত্র কর্মসূচি গ্রহণ করেছিল স্থানীয় থানার পুলিশ। ৬ হাজারের কাছাকাছি পথচারী – যানচালক – বাসযাত্রীদের শরবত – জল খাওয়া হয় সেদিন। এর পাশাপাশি নরম প্রকৃতি পেতে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়ার জনসচেতনতার বার্তাও দেওয়া হয় পুলিশের তরফে।