|
---|
রায়দিঘী : নুরউদ্দিন : রাজ্য সরকারের প্রকল্প লক্ষীর ভান্ডারের শুভেচ্ছা এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদারের সমর্থনে মথুরাপুর দু নম্বর ব্লক এলাকায় লোকসভা নির্বাচনের প্রচারে নামলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার, তিনি জনগণের কাছে বার্তা পৌছাচ্ছেন, বিজেপি বাংলা বিরোধী,১০০ দিনের বকেয়া টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, সেইসব বার্তা নিয়ে উদয় হালদার পৌঁছাচ্ছেন এলাকায়। তিনি জানিয়েছেন আগামীকাল যদিবা লোকসভা নির্বাচন করানো হয় শুধু বাংলা নয় ভারত বর্ষ থেকে উৎখাত হয়ে যাবে বিজেপি। তিনি আরও বলেন,লক্ষীর ভান্ডার ৫০০ থেকে ১০০০ টাকা বাড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই টাকায় উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ মহিলা,এবং শুভ নববর্ষের মানিব্যাগ সহ তৃণমূলের লেখা বই জনগণকে উপহার হিসাবে জনগণের দোরগোড়ায় তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, তাতে এলাকার মানুষ অনেকটা সাড়া দিচ্ছেন এবং আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী বাপি হালদারকে বিপুল ভোটে জয়যুক্ত করানো হবে বলে জানান জেলা পরিষদের সদস্য উদয় হালদার।