নির্বাচন উপলক্ষে ছাত্র যুবদের সাইকেল মিছিল মেমারিতে।

নূর আহমেদ, মেমারি : ২৮ এপ্রিল নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ওষুধের দাম কমাতে,  বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের মনোনীত সিপিআইএম প্রার্থী নীরব খাঁ এর সমর্থনে একটি সাইকেল মিছিল হয়। রবিবার সকাল সাড়ে আটটা থেকে রসুলপুরের দলুই বাজার হাইরোড থেকে সাইকেল মিছিল শুরু হয় । ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ছাত্র যুব মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটি উদ্যোগে, এই কর্মসূচি সংগঠিত হয়। মিছিল দলুই বাজার, রসুলপুর , বিনয় পল্লী, নিমো, তাতারপুর , চেক পোস্ট, বামুন পাড়া মোড়, মেমারি স্টেশন বাজার , কৃষ্ণ বাজার হয়ে,  চকদিঘী মোর লরি ইউনিয়ন অফিসে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন মেমারি ১ পশ্চিম যুব সেক্রেটারি তন্ময় মন্ডল।  এসএফআই সভাপতি সবুজ ভক্ত, যুবর জেলা কমিটির সদস্যা অন্তরা দত্ত ও শেখ রউফ প্রমুখ।
 মেমারি ১ পশ্চিম যুব সেক্রেটারি তন্ময় মন্ডল বলেন, ‘এদিন বামেরা ফের শাসকের চক্ষুশূল হতে শুরু করেছে। তাই প্রতিনিয়ত বামেদের শান্তিপূর্ণ মিছিল বা কর্মসূচির ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কে আক্রমণ করতে হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে আঘাত প্রাপ্ত হচ্ছেন তরুণ  কর্মীরা। শনিবার কলকাতার করুণাময়ী ঘটনা তার প্রমাণ। শাসকের এই অতি সক্রিয়তাই প্রমাণ করে তারা কতটা দুর্নীতির সাথে জড়িত। সম্প্রতি শাসকের দুর্নীতি এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে, কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়েছেন। এই সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে উন্নতিতো হয়নি, উপরন্ত রাজ্যে বন্ধ হয়েছে ৮হাজার ৭০২ টির মত শিক্ষা প্রতিষ্ঠান। অবিলম্বে এই সরকারকে উৎখাত করার জন্য বামেরা সর্বাত্মকভাবে মানুষের জন্য লড়াই করছে এবং আগামী দিনে ও করবে ।