|
---|
সেখ সামসুদ্দিন, ২৬ এপ্রিলঃ মেমারি কলেজ সংস্কৃত বিভাগের উদ্যোগে দশ দিবসীয় সংস্কৃত সম্ভাষণ শিবির করা হয়। এই শিবিরে ছাত্র-ছাত্রীদের সংস্কৃত ভাষায় সাবলীল ভাবে কথা বলা থেকে শুরু করে সংস্কৃত ভাষার প্রতি আকৃষ্ট করতে বিভিন্ন আঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া হয়। দশদিনের শেষে আজ সমাপ্তি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা নাটক, নৃত্য শ্লোক পাঠ ইত্যাদি পরিবেশন করে। অনুষ্ঠানের সূচনা করেন মেমারি কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশীষ চক্রবর্তী। উপস্থিত ছিলেন সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপিকা ডঃ কাকলি দত্ত সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা সহ ও অশিক্ষা কর্মচারীবৃন্দ এবং সংস্কৃত বিভাগের ছাত্রছাত্রীরা। কলেজের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে একটি মিছিল করা হয়। অধ্যক্ষ সংস্কৃত বিভাগের দশদিনের এই কর্মশালায় আপ্লুত। তিনি জানান, প্রথম যেদিন শুরু হয় সেদিন তারা অধ্যক্ষকে বাংলায় কথা বলে সম্বর্ধনা দেয় এবং আজ ১০ দিনের সমাপ্তি অনুষ্ঠানে তারা সমগ্র অনুষ্ঠান সংস্কৃত ভাষাতেই পরিচালনা করে। বিভাগীয় প্রধান কাকলি দত্ত বলেন সংস্কৃত ভাষার প্রতি ছাত্র-ছাত্রীদের আকৃষ্ট করতেই এই উদ্যোগ এবং অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্র-ছাত্রীদের নিরলস প্রচেষ্টায় এই দশদিবসীয় শিবির সফল।