|
---|
আজিম সেখ,নতুন গতি,বীরভূম:-
করোনা নিয়ে আতঙ্কিত বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারী ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারও ১৮৯৭ সালের মহামারী সম্পর্কিত আইনের ২ নং ধারা লাঘু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই রকম এক কঠিন পরিস্থিতিতে প্রশাসন যাতে সঠিক ভাবে ও বিনা বাধায় কাজ করতে এই আইন রাজ্যে লাঘু করা হচ্ছে। এই রকম এক দুঃসময়ে
বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত কাষ্টগড়া গ্রামের উত্তরণ সংঘ ক্লাবটি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকেন ।
এই উত্তরণ সংঘ ক্লাবটি বয়স যদিও খুব কম কিন্তু মহান কাজের সাথে যুক্ত থাকেন।
এই উত্তরণ সংঘ ক্লাবের সদস্যরা আজ নিজের হাত আর একবার বাড়িয়ে দিলেন এলাকার গরীব দুস্থ মানুষদের জন্য।
এই ক্লাবের সভাপতির সঞ্জয় দত্ত মহাশয়ের বক্তব্য তিনি এলাকার গরীব দুস্থ মানুষের পাশে থাকতে পেরে খুবই আনন্দিত আরো বলেন আজ আমরা প্রায় ১০০টি পরিবারকে চাল, আলু ,সাবান, সবিন বড়ি, সরষের তেল ও একটি করে মাস্ক ও দিতে পেরে খুবই ভালো লাগলো। আগামী দিনে আমরা চেষ্টা করব আরও বড় কিছু করার।