দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের খাদ্যসামগ্রীক বিতারন।

নিজস্ব সংবদদাতা : ৫এপ্রিল, পূর্ব বর্ধমান জেলার মেমারি, দক্ষিণ মেমারি সংঘের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতারন করা হল বিকালে। খাঁড়ো ফুটবল ময়দনে পাশে ক্লাব প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকল্পের উদ্বোধন করা হয়। এই ক্লাবের পক্ষ হতে দশ হাজার টাকার চেক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রদান করা হয় মেমারি বিধায়িকা নার্গিস বেগম হাতে। মেমারি বিধায়িকা নার্গিস বেগম, মেমারি পৌরসভার উপ প্রধান সুপ্রিয় সামন্ত,২নং ওয়ার্ডের কাউন্সিলার মনসুরা বেগম,মেমারি টাউন অফিসার শান্তনবাবু এবং ক্লাব সভাপতি ডাঃ বিপ্লব চ্যাটার্জি,সেখ সবুরউদ্দিন,সেখ ইউসু,   প্রমুখের উপস্থিতিতে প্রকল্পের উদ্বোধন হয়। আজ ৩০০জনকে গ্রামবাসীকে খাদ্যসাগ্রী প্রদান করা হয়। আগামী দিনেও দেওয়া হবে। জানা যায় চাল ৩কেজি, ডাল২৫০গ্রাম, আলু ২কেজি, মুড়ি ৫০০গ্রাম, ডিম ২পিস, টমেটো ৪পিস, বিস্কুট ১প্যাকেট, টোস্ট ১প্যাকেট,সাবান ১টি,প্রদান করা একটি পরিবার পিছু। আরো জানা যায় খাদ্য সামগ্রীক স্থানীয় ব্যাক্তিবর্গের নিকট হতো প্রদানের জন্য সংগ্রহীত হয়। এবং এই খাদ্য সামগ্রী মেমারি পৌরসভার ১থেকে৪নং ওয়ার্ডের গ্রামবাসীগনকে বিতারন করা হয়,যদিও ২নং ওয়ার্ডের গ্রামবাসী গণের সংখ্যা বেশি ছিল। ক্লাব সদস্যগণ জানান আগামী দিনেও এই প্রকল্পের চলবে।