|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ দুস্থদের সাথে বনভোজন ও বস্ত্র বিতরণ মধ্য দিয়ে দিদির জন্মদিনকে স্মরনীয় করে রাখলেন তার ভাই। সাথে গুনীজনদের দিলেন সম্বর্ধনা। কোলকাতার বিশিষ্ট সমাজসেবী রিয়ারুবির জন্মদিন এমন ভাবেই পালন করলেন তার ভাই আজিজুর রহমান। আর তার সকল কাজে সহযোগিতা করলেন পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের বিশিষ্ট সমাজসেবী সফিকুল ইসলাম। অনুষ্ঠান ঘিরে এদিন সকাল থেকেই পূর্ব বর্ধমানের সেহারাবাজারের এইচ কে একাডেমি তে বহু অতিথির সমাগম হয়েছিল। বেদ ও কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। মধ্যখানে ৪০ জন দুস্থকে বস্ত্র বিতরণ ও ৪৫ জন গুনীজনকে সম্বর্ধনা দেওয়া হয়। তার সাথে গান ও আবৃত্তির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে কেক কেটে বিতরণ ও একত্রে বনভোজন করা হয়। মহতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোলকাতার বিশিষ্ট সমাজসেবী জয়া দত্ত ও রিয়ারুবি। বীরভূমের জেলার বিশিষ্ট সমাজসেবী কাজল সেখ। ভারতীয় জাতীয় দলের টেনিস খেলোয়াড় মাহি ঘোষ। অগ্নি যুগের বিপ্লবী বিমল দাসগুপ্তর কন্যা অপর্না দাসগুপ্ত। পুরুলিয়া মানবাজার এলাকার সমাজসেবী সুমিতা সিংহ মল্ল, বারাসাতের সমাজসেবী শ্যামল কৃষ্ণ সরকার, হাওড়া জেলার সমাজসেবী তথা গায়ক অমিতাভ মুখার্জ্জী, পূর্ব বর্ধমানের গলসির সমাজসেবী জাকির হোসেন, আজিজুর রহমান, লালন সেখ, তানিয়া পোদ্দার ছাড়াও অবসরপ্রাপ্ত শিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ সহ বহু গুনীজন।