|
---|
নুরউদ্দিন : দক্ষিণ চব্বিশ পরগনা : জানা যায় সাগরের কালি বাজারে যাত্রী বোঝাই অটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে উল্টে যায়,এবং অটোর নিচে পড়ে থাকে দুই ব্যক্তি ফরিদ সাহা এবং ফরিদা বিবি!আর সেই সময় সাগর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার সমর্থনে মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার মহামিছিল সেরে আসার পথে আজ সন্ধ্যা ৭টা নাগাদ সাগরের কালি বাজারে রাস্তার ওপরে দেখতে পায় অটোটি উল্টে আছে এবং অটোর তলায় দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় আছে, সঙ্গে সঙ্গে প্রার্থী বাপি হালদার নিজে গাড়ি থেকে নেমেই নিজের গাড়িতে দুই গুরুতর যখম যাত্রী কে নিয়ে সাগর হাসপাতালে ভর্তি করেন এবং সমস্ত রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। বর্তমানে আহত ব্যক্তিদের অবস্থা এখন সাভাবিক আছে এবং সাগর হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে জানা যায়।