|
---|
নতুন গতি নিউজ: মালদা: ৭ম সমবায় ব্যবস্থাপনা কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। শহরের কৃষ্ণ পল্লী এলাকায় এদিন ফিতে কেটে এই ব্যবস্থাপনা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে মন্ত্রী অরূপ রায়কে বরণ করে নেওয়া হয় এদিন। এরপর সমবায় ব্যাংকের পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সমবায় ব্যবস্থাপনা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই বিষয়ে সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, এই নিয়ে গোটা রাজ্যে সমবায় ব্যবস্থাপনা কেন্দ্রের সংখ্যা হল ৭ টি। যারা স্বনির্ভর গোষ্ঠী রয়েছেন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এই কেন্দ্র থেকে। তার পাশাপাশি তারা কিভাবে ব্যবসা-বাণিজ্য করবে তাদের উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করবে সমস্ত কিছুই তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকছে এই কেন্দ্র থেকে।