|
---|
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুসারে CAA ও র বিরুদ্ধে’
সারা রাজ্যব্যাপী একগুচ্ছ কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে’ কর্মীসভা ডোমকল
এস ইসলাম,নতুন গতি, মুর্শিদাবাদ:
মাইনরটি সেলের ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মীসভা এবং প্রস্তুতি সভা,
এদিন দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিভিন্ন নেতা কর্মী গণ,সাধারণ মানুষ দের কি কি সমস্যা সেইনিও কথা হয় এদিনের সভাতে।
উপস্থিত ছিলেন ডোমকল বিধানসভার মাইনরটি সেলের আব্দুস সাত্তার মন্ডল মহাশয় এবং ডোমকল মাইনরটি সেলের তৃণমূল কংগ্রেসের আব্দুস সাত্তার মাস্টার মহাশয় ও ডোমকল টাউন মাই নটির সেলের সহ-সভাপতি আলী হোসেন মহাশয় ও ডোমকল টাউন মাইনরটি সেলের কার্যকরী সভাপতি জাহাঙ্গীর আলম মহাশয় আরো বিশিষ্ট ব্যক্তি গণ