| |
|---|

সেখ সামসুদ্দিন, ৭ ডিসেম্বরঃ গত দুদিন ধরে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। তাপমাত্রার পারদ নামতেই শীতের প্রভাব ভালই বুঝতে পারা যাচ্ছে। শীত পড়তেই প্রতিবছরের মত এলাকায় বেরিয়ে পড়েন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেমুদ খাঁন। আজ তিনি সাহাপুর, মহিন্দর, ধুলুক, নবগ্রাম, পাঁচড়া প্রভৃতি গ্রাম গুলো পরিদর্শনকালে তাঁর চোখে পড়া অসহায় গরীব মানুষদের দেখে তাঁদের গায়ে চাদর ও কম্বল জড়িয়ে দিয়ে তাঁদের আশীর্বাদ নেন। শীত পড়তেই মেহেমুদ খাঁনের কাছ থেকে এই উপহার পেয়ে তাঁকে দুহাত তুলে আশীর্বাদ করেন এই মানুষগুলো। প্রসঙ্গত প্রতিবছরই মেহেমুদ খাঁন শীতের শুরুতে ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে এই অসহায় মানুষগুলোকে কম্বল, চাদর কাউকে শাড়ি প্রভৃতি উপহার দেন। একদিকে যেমন বছরে দুবার অসহায় মানুষকে বস্ত্র ও কম্বল উপহার দেন। আবার গ্রামে গ্রামে ঘূরেও তিনি অসহায় এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তিনি নিজে এ বিষয়ে বিশেষ কিছু বলতে না চাইলেও শুধু বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের প্রাণ প্রিয় দিদির অনুপ্রেরণাতেই তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেন মাত্র।


