ভরতপুরে প্রেমঘটিত কারণে নৃশংস খুন, পাঁচ দিন পর কবরস্থান থেকে উদ্ধার দেহ

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : অবৈধ সম্পর্কের জেরে নৃশংস খুনের ঘটনা ঘটল ভরতপুর থানার পশ্চিমপাড়া এলাকায়। মৃত রহিদুল ইসলাম ওরফে মিঠুন শেখ (৩৭), পেশায় মাংস বিক্রেতা। পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। পাঁচ দিন পর মঙ্গলবার কবরস্থান থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ রহিদুলের দুই প্রতিবেশী জীগর শেখ ও আফসার শেখকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, এক মহিলার সঙ্গে সম্পর্কের জেরে মনোমালিন্য হয়। ঘটনার রাতে মদের আসরে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং দুই কিলোমিটার দূরের ঝিকড়া গ্রামের কবরস্থানে দেহ পুঁতে রাখা হয়। ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।