বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ময়দানে ৪০টি চন্দন গাছ রোপন করা হলো।

সেখ আব্দুল আজীম,হুগলী : ২০১৯ সালে পুলওয়ামা হামলায় শহীদ হওয়া ৪০ জন বীর সৈনিকদের, আত্মত্যাগ কে স্মরণীয় করে রাখতে এবং প্রকৃতির প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে হুগলি জেলা সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের সম্পাদক শেখ মাবুদ আলীর উদ্যোগে ডানকুনি সাতঘরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ময়দানে ৪০ টি লাল চন্দন গাছ রোপন করা হলো, উপস্থিত ছিলেন অভিনেতা সৌমিক চক্রবর্তী. বিকাশ গুহ ভারতীয় প্রাক্তন সেনা বাদল দেবনাথ সোশ্যাল ওয়ার্কার পরিবেশ কর্মী শেখ মামুদ আলী বলেন আজকের দিনটা আমাদের কাছে বেদনাদায়ক দিন আমি মনে করি ভারতীয় সেনারা জীবিত অবস্থায় যেভাবে আমাদেরকে রক্ষা করার জন্য প্রতি নিয়তি জীবনের সঙ্গে লড়াই করেন আগামী দিনে বৃক্ষ হয়ে প্রতি নিয়ত আমাদেরকে অক্সিজেন দিয়ে রক্ষা করে যাবে আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখবে। এটা আমার দৃঢ় বিশ্বাস।