|
---|
শিলিগুড়ি: আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।আজ নতুন কাউন্সিলারদের সাথে প্রথম মিটিং এর পর সাংবাদিক দের সাথে কথা বলতে গিয়ে এইকথা জানান শিলিগুড়ির নতুন মেয়র গৌতম দেব।ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে পাশে নিয়ে তিনি জানান মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন মানুষের জন্য কাজ করে যেতে হবে,সবচাইতে বড় কথা যাকে যে দায়িত্ব দিয়েছেন তাকে সে দায়িত্বই পালন করে যেতে হবে।কেউ যদি সন্তুষ্ট না হন সেটা তার ব্যাপার তিনি ইচ্ছা করলে দল থেকে বের হয়ে যেতেও পারেন।দল সবার আগে তাই দল যা সিদ্ধান্ত নেবে তাই আমাদের মেনে নিতে হবে।আমাদের এখন সাইত্রিশ জন কাউন্সিলার আর আমাদের হাতেই সবকিছু তাই কাজে কোন ধরনের গড়িমসি করা চলবে না।
মহিলা কাউন্সিলারদের উদ্দেশ্য করে তিনি জানান মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা তাই মহিলাদের আরো বেশী করে উন্নয়নের কাজে হাত লাগাতে হবে।(শ্রাবনী)শ্রাবনী দত্তকে উদ্দেশ্য করে তিনি জানান একমাত্র তুমিই পুরানোদের মধ্যে আছ,তুমি জান সবকিছু তাই মহিলাদের মধ্যে তোমাকেই দায়িত্ব নিতে হবে বাড়তি করে।গৌতম দেব আরো জানান শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকা থেকে এখনো অনেকেই আটকিয়ে আছে ইউক্রেনে আমাদের বাড়তি দায়িত্ব নিয়ে তাদের দেশে ফিরিয়ে আনবার ব্যাবস্থা করতে হবে।তাদের পরিবারের অবস্থা খুব আশঙ্কাজনক।তিনি আরো জানান আমাদের এই 5বছরে বহু অসমাপ্ত কাজ শেষ করতে হবে,কারন আগের বোর্ডের থেকে কোন কাজই করা হয় নি।আমরা চেষ্টা করবো সব অসমাপ্ত কাজ শেষ করবার জানালেন শিলিগুড়ির বর্তমান মেয়র।