|
---|
শিলিগুড়ি: প্রচারে গৌতম দেব।আজ তিনি সকাল থেকেই তার 33নং ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে আলাপচারিতায় মেতে ওঠেন।কখনো সবজীর দোকানে আবার কখনো মাছের দোকানে আবার কখনো ছোট ছোট ছেলেদের সাথে ক্রিকেটে মেতে ওঠেন।ওই অবস্থাতেই কার কি সুবিধা এবং অসুবিধা চলছে জিঞ্জাসা করেন।
গৌতম দেব পরে জানান আমি চেষ্টা করে যাচ্ছি যাতে সবার সাথে মিশে চলতে পারি।জীতে যাবার পরে এই তেত্রিশ নং এর জন্য আমি অনেককিছু করতে চাই।আমি নিজে আশাবাদী এবারে শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস বোর্ড দখল করবে।আমি এই আশায় শিলিগুড়ির জন্য আগামীদিনের কিছু পরিকল্পনা ঠিক করে নিয়েছি জানালেন গৌতম দেব।মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের ছবি চারিদিকে ছড়িয়ে গেছে,আর এবার আর কোন কথাই হবে না।শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে।