|
---|
অতনু ঘোষ, জামালপুর: বর্তমানে করোনা মোকাবিলায় বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিধিনিষেধের লকডাউন আরো 15 দিন বেড়েছে।পরিসংখ্যান অনুযায়ী আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা হলেও কমেছে। কিন্তু এই লকডাউনের মধ্যে রোগের চিকিৎসার জন্য রোগীকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বেশ কিছু অ্যাম্বুলেন্স চালক রা ন্যায্য ভাড়ার তুলনায় অধিক ভাড়া দাবি করছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স চালক এর ফোন বন্ধ থাকছে, কভিদ পজিটিভ রোগীর ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত ভাড়া দাবি করছে,ফলে অনেক রোগীর পরিবার সমস্যায় পড়ছে এদিন পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে গোপন সূত্রে এমনই অভিযোগ আসায় জামালপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মেহবুব খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক ও BMOH জামালপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে গিয়ে অ্যাম্বুলেন্স চালক দের কড়া নির্দেশ দেন যে সঠিক ভাড়া নেওয়ার জন্য এবং ফোন বন্ধ না রাখার জন্য। এবং এও বলেন যে যদি কোনো এম্বুলেন্স চালকের বিরুদ্ধে অভিযোগ আছে তাহলে তার আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ যদি কোনো অসুবিধায় পড়ে তাহলে জামালপুর ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার বার্তা দেয়া হয় এবং জামালপুর সাধারণ মানুষের পাশে থাকবে বলে জানান জামালপুর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেবুব খান।