বিজয়া দশমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতার

দেবজিৎ মুখার্জি: আজ বিজয়া দশমী। দুর্গাপুজো শেষ। তাই মানুষের মন আজ ভারাক্রান্ত। তবে সোশ্যাল মিডিয়ায় দেদার শুরু হয়েছে শুভেচ্ছার ঢল। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে শুভেচ্ছা দিয়ে বার্তা। কেউ ভিডিয়ো দিয়ে, তো কেউ ছবি দিয়ে এই শুভেচ্ছা বার্তা দিয়ে চলেছেন। আর এই মাধ্যমেই দেশের তামাম নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালও। আর তাতেই জমজমাট হয়ে উঠেছে বিজয়া দশমী। আজ, মঙ্গলবার সকাল থেকেই এক্স হ্যান্ডলে নিজেদের অফিসিয়াল পেজ থেকে শুভেচ্ছাবার্তা পোস্ট করতে শুরু করেন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা। তবে দুর্গাপুজোর দশমীতে সবার আগে প্রথম শুভেচ্ছা বার্তাটি দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    তারপর একের পর এক শুভেচ্ছা বার্তার ঢল নামতে থাকে। বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় দশেরার শুভেচ্ছাও জানিয়েছেন। বাংলায় অসুর নিধনের যে বিজয় উৎসব এবং রাম–রাবনের যুদ্ধে রাবনের পরাজয়ের উৎসবও এই দিন। অন্যায়কে পরাজিত করে ধর্মের প্রতিষ্ঠার বিজয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবেও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বিজয়া দশমী এবং দশেরার শুভেচ্ছা বার্তায় দুষ্টের পরাজয়ের এবং শিষ্টের পালনের বার্তা দিয়েছেন তিনি। আর বিজয় দশমীর শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘আবার এসো মা।’

    এদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাদা আলাদাভাবে শুভেচ্ছাবার্তা দেননি। তাঁর এক্স হ্যান্ডেল থেকে তিনি বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়েছেন হিন্দি ভাষায়। তবে প্রধানমন্ত্রীও খারাপের উপর ভালর জয়ের বার্তা দিয়েছেন। নরেন্দ্র মোদী লিখেছেন, ‘দেশজুড়ে আমার পরিবারের সমস্ত সদস্যকে আমি বিজয় দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে শুভ বিজয় দশমী।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তাঁর শুভেচ্ছা বার্তা। অমি শাহ লিখেছেন, ‘বিজয়দশমী আমাদের মনে করায় অন্ধকার যতই গাঢ় হোক সত্যের আলোর উন্মোচন হবেই। আশা করি ভগবান রামের আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকবে।’

    অন্যদিকে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসও বিজয় দশমী ও দশেরার জোড়া শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এক্স হ্যান্ডলে তিনি দু’টি শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন। সেখানে প্রথমে বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়েছেন। তার পর দশেরার শুভেচ্ছা জানিয়েছেন বাংলার রাজ্যপাল। বাংলার মানুষের উদ্দেশে রাজ্যপাল লিখেছেন, ‘মা দুর্গা যেন আমাদের সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ওঠার শক্তি দেন।’ দশেরার শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল লেখেন, ‘রামের আশীর্বাদ আমাদের জীবনকে আনন্দময় করে তুলুক।’