দুবরাজপুরে জঙ্গলে তরুণী খুনের ঘটনায় রাজনগর থেকে গ্রেপ্তার যুবক

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    দুবরাজপুরে জঙ্গলে এক তরুণী খুনের ঘটনায় রাজনগর থেকে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ।
    গত ১২ জুলাই দুবরাজপুরের আলমবাবার মেলা দেখতে গেছিল এক দুবরাজপুরের ইসলামপুরের বাসিন্দা সালমা খাতুন নামে এক তরুণী। তারপর সে আর বাড়ি ফেরেনি। পরদিন দুবরাজপুরের রাধামাধবপুর জঙ্গলে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ওই তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ।
    জানা গেছে রাজনগর থানার অন্তর্গত খাসবাজার গ্রামের সেখ বাপন নামে এক বিবাহিত যুবকের সাথে সালমা খাতুনের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে।
    এদিকে সালমা খাতুন বিবাহের জন্য ওই যুবককে চাপ দিতে থাকে। এই সম্পর্ক নিয়ে দুই জনের মধ্যে টানা পড়েন চলতে থাকে।
    এরই মাঝে দুবরাজপুরের আলমবাবার মেলা দেখতে যায় ওই দুজন। কিছুক্ষণ মেলা দেখার পর বাইকে করে সেখ বাপন সালমাকে রাধামাধবপুর জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে শ্বাসরোধ করে তাকে খুন করে এবং দেহ জঙ্গলে ফেলে রেখে সে সেখান থেকে পালিয়ে যায়।

    স্থানীয়রা পরদিন শনিবার সকালে সালমা খাতুনের দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সদাইপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
    পুলিশ তদন্ত নামে এবং রবিবার রাজনগর থানার সহায়তায় সদাইপুর থানার পুলিশ রাজনগরের খাসবাজার এলাকার তেমাথা মোড় থেকে অভিযুক্ত সেখ বাপনকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে সোমবার আদালতে তোলা হয়।