ঊরস উপলক্ষে একদিনের গ্রামীণ সম্প্রীতির মেলা রাজনগরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম: সাবেকী প্রথা ও রীতি মেনে প্রতি বছরের মতো এবছরও বাংলা ২৩ মাঘ, ১৪২৮ রবিবার তথা ইংরাজি ৬ ফেব্রুয়ারি, ২০২২ বীরভূম জেলার রাজনগর থানার পশ্চিম প্রান্তে ঝাড়খন্ড সীমান্তের সন্নিকটে ফুলবাগানে অবস্থিত ঐতিহ্য মন্ডিত প্রাচীন দেওয়ান সাহেবের মাজার।

    প্রতি বছর বাংলা মাঘ মাসের ২৩ তারিখে সাবেকি প্রথা ও রীতি মেনে যথাযোগ্য মর্যাদা সহকারে অনুষ্ঠিত হয় ঊরস মোবারক৷ পবিত্র ঊরস উপলক্ষে মাজার প্রাঙ্গণের চত্বর এলাকা জুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে একদিনের জন্য গ্রামীণ এক সম্প্রীতির মিলন মেলা৷

    এবছরে ও যাবতীয় কর্মসূচী সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বলে জানান দেওয়ান সাহেবের উত্তরসুরী তথা রাজনগর রাজ পরিবারের অন্যতম সদস্য এবং বিশিষ্ট সাংবাদিক মহঃ সফিউল আলম৷ উল্লেখ্য এদিন সকালে রাজনগর রাজবাটীতে সংরক্ষিত রয়েছে দেওয়ান বাবার আসল কাঁথা ও চাদর ,যা প্রতি বছর ঊরস উপলক্ষে সেখান থেকে পায়ে হেঁটে ছাতার তলায় সাবেকী রীতি মেনে নিয়ে যাওয়া হয় ফুলবাগানে মাজার শরীফে৷ বর্তমান রাজ পরিবারের সদস্যরা সর্ব প্রথম সেই চাদর মাজার শরীফে চড়ান,এরপরে অন্যান্য ভক্ত, অনুরাগীদের চাদর চড়ানোর রেওয়াজ প্রচলিত আছে৷ মাজার শরীফ স্থলে সকালে মিলাদ মেহেফিল, ফাতেহা,দোয়া খায়ের ও সিন্নির ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে ৷

    মাজার চত্বরে দিন ভর ঝাড়খণ্ড সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত অনুরাগীরা সিন্নি হিসেবে খিচুড়ি রান্না করেন ও বিতরণ করেন৷ এক দিনের গ্রামীণ মেলায় সীমান্তবর্তী ঝাড়খণ্ডের বহু গ্রাম সহ রাজনগর তথা বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে ও অগণিত ভক্তরা সমবেত হন ঊরস উপলক্ষে অনুষ্ঠিত গ্রামীণ মেলায়, সেই সাথে মাজার জিয়ারত ও দর্শন করেন তাঁরা৷ জাতি, ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের উপস্থিতিতে সম্প্রীতির মিলন মেলার রূপ নেয় গোটা মাজার চত্বর৷ স্থানীয় রাজনগর থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে সব কিছু সম্পন্ন হয়৷