|
---|
আজিজুর রহমান : ঘরের কৌটায় নেই চাল, ডাল, মুড়ি। ছোট্ট একটি হাড়িতে ফুটছে চেয়ে চিন্তে আনা চালের ভাত। আর ভাতের সাথে তরকারী বলতে একটু আলুভাজা। এমনই নিত্যদিনের খাবার মেনু গলসি ১ নং ব্লকের পারাজ গ্রামের ৭৫ বছরের গৃহহারা বৃদ্ধা আনোয়ারা বিবির বাড়িতে। দুই অনাথকে নিয়ে একরকম উপসে দিন কাটাচ্ছেন ওই বৃদ্ধা। গতকাল আমরা ওই খবর প্রকাশিত করেছিলাম। সেই খবর স্যোশাল মিডিয়ার মাধ্যমে সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পরে। খবরে তিনি প্রশাসনের কাছে একটি কুঁড়েঘর ও খাবারের আবেদন করেছিলেন। আমাদের খবরের জেরে বৃদ্ধা আনোয়ারা বিবির পাশে দাঁড়াতে এগিয়ে এলেন কামালউদ্দিন মন্ডল নামক এক বিশিষ্ট সমাজসেবী। তিনি পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা। এর পাশাপাশি আমাদের খবরের জরে অনেক সহৃদয় মানুষ মহিলার ব্যাংক একাউন্ট চেয়ে সাহায্যের আবেদন করেছেন। এদিকে শনিবারই আনোয়ারা বিবির সাহায্যের আবেদনে সারা দিয়েছেন গলসি ১ নং বিডিও দেবলীনা দাস। তিনিও পারাজ গ্রাম পঞ্চায়েত প্রধান সাজাহান সেখের মারফৎ পরিবারটির জন্য কয়েকদিনের খাবার দাবার পাঠিয়েছেন। এবং সোমবার মহিলার বিষটি খতিয়ে দেখে প্রশাসনিক ভাবে স্থায়ী সামধানের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তার দাবী মেটানোর আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান সাজাহান সেখ। এদিন কামালবাবু নগদ দশহাজার টাকা, একটি মোবাইল ফোন ও সাংসারিক যাবতীয় খাদ্য সামগ্রী ও ফলমুল দিয়ে পাশে দাঁড়ান। যাতে ওই মহিলার কয়েকমাস চলে যাবে। তাছাড়াও কামালবাবুর গৃহ নির্মাণের জন্য অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছেন। দুঃসময়ে কিছু মানুষকে পাশে পেয়ে দুই অনাথকে নিয়ে নতুন করে আশায় বুক বাঁধছেন আনোয়ারা বিবি। তিনিও সাহায্যকারীদের সাথে সাথে আমাদের ধন্যবাদ জানিয়েছেন। তারদাবী, যে কোন উপায়ে একটি কুঁড়ে ঘর পেলেই তিনি ওই অনাথদের নিয়ে বসাবস করতে পারবেন।