রাজনগর থানায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ কাঁপালেন জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত ত্রপোমানা দত্ত

 

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগর থানায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ কাঁপালেন জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত ত্রপোমানা দত্ত।
    অনুষ্ঠানে উপস্থিত ডিএসপি হেডকোয়ার্টার। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও রাজনগর থানার ব্যবস্থাপনায় রাজনগর থানা চত্বরে কালীপূজা উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে কলাকুশলীরা নাচ গান পরিবেশনের পাশাপাশি ছড়া কবিতা আবৃত্তি করে। অনুষ্ঠান দেখতে উপস্থিত হন ডিএসপি হেডকোয়ার্টার তৌহিদ আনোয়ার। সঙ্গে ছিলেন প্রভিশনাল ডিএসপি আকাশ দীপ গেহলত , রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধক্ষ সুকুমার সাধু, রাজনগর থানার ওসি তাপস দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিক, পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা।

    রাজনগর থানা কর্তৃক আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে উপস্থিত হয়েছিলেন আশেপাশের বহু দর্শক। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশেষ কলা কুশলীদের সম্মাননা জ্ঞাপন করা হয়। রাজনগর থানার ওসি তাপস দত্তের কন্যা জি নিউজ এর ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত ত্রপোমানা দত্ত এই অনুষ্ঠানে অসাধারণ নৃত্য পরিবেশন করার পাশাপাশি সুন্দর দুটি গান পরিবেশনও করেন।
    ত্রপোমানার এই চোখ জুড়ানো নৃত্য উপস্থিত সকলকে মনমুগ্ধ করে।