|
---|
সিয়ামত আলি, দক্ষিণ 24 পরগনা : দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার ব্লক এ প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে দাদপুর গুনজুর পুর দারুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা জাতীয় শিক্ষক দিবস উদযাপিত হয়। এদিনে দুজন শিক্ষককথা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসার উদ্দিন মল্লিক ও সহকারি শিক্ষক মাওলানা ইয়াকুব আলী বৈদ্য কে আদর্শ শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন সমাজে সফল মানুষের পিছনে শিক্ষকের ভূমিকা সব সময় থাকে। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা দেয়া টাকেই শিক্ষক বলা যায়না।জীবনে চলার পথে সহযোগিতা করা যেকোন বিষয় শিক্ষা দেয়া টাকেই শিক্ষক হিসেবে বলা যায়। শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা না থাকলে কোন সমাজ কোন জাতি কোন দেশ উন্নতশীল তথা এগিয়ে আসতে পারে না। আদর্শ শিক্ষক সম্মাননা গ্রহণ করে আনসার উদ্দিন মল্লিক বলেনআমরা শিক্ষক আমাদেরকে সমাজ তৈরি করার কারিগর বলা হয়। সমাজের সঠিক নির্দেশনা বলী আমাদেরকেই দেখতে হয় আজকে এই শিক্ষক সমাজ বিভিন্ন দিক দিয়ে লুণ্ঠিত হতে দেখা যায়।সংগঠনের জেলা সভাপতি জাকির হোসেন বলেন বর্তমান সময়ে পুঁথিগত শিক্ষা অর্জনের চাইতেও আমাদের মধ্যে মূল্যবোধ শিক্ষা না থাকার কারণে শিক্ষক ছাত্র অভিভাবক এই সমস্ত সমাজের মধ্যে সমন্বয় সাধন হচ্ছে না। এ দিনে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক শারিফুল হোসেন পিয়াদা, সংগঠনের জেলা সম্পাদক মিজানুর হক, সাইফুদ্দিন মোল্লা, শুভঙ্কর, আবুল হোসেন, পিয়ার আলী প্রমুখ।