বিরোধী শিবিরে ভাঙ্গন, বিজেপির প্রধান যোগ দিলেন তৃণমূলে!

রায়দিঘী:নুরউদ্দিন : লোকসভা নির্বাচনের পর থেকেই বিরোধী শিবিরে একের পর এক ভাঙ্গন দেখা গেছে, শেষ পর্যন্ত মথুরাপুর দু’নম্বর ব্লকের রায়দিঘী বিধানসভার কাশিনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান যোগ দিল তৃণমূলে,তবে কি বিজেপির হাতছাড়া হল কাশিনগর গ্রাম পঞ্চায়েত?, রাজনৈতিকভাবে জয় হলো তৃণমূলের।

    কাশিনগর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল বিরোধীরা। যেখানে মোট 12 টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল ৩ টি আসন, সিপিএম পেয়েছিল একটি, নির্দল একটি, বিজেপি পেয়েছিল সাতটি আসন। পরবর্তী সময়ে নির্দলের জয়ী সদস্য যোগদান করে শাসক দলে। ও বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের উপপ্রধান যোগদান করে শাসক দলে, বর্তমানে শুক্রবার দিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের হাত ধরে পঞ্চায়েতের প্রধান বর্ণালী বাগ শাসক দলে যোগদান করার ফলে তৃণমূলের আসন সংখ্যা হয় ছটি হয় ,সিপিএম একটি ও বিজেপি পাঁচটি। তার ফলে তৃণমূল সংখ্যাঘনিষ্ঠতা পেল।
    অন্যদিকে যোগদানকারীনি বিজেপির পঞ্চায়েতের প্রধান বর্ণালীবাগ জানায় আমি স্বইচ্ছায় মানুষের কাজ করার জন্যই শাসক দলে যোগদান করেছি।এই বিষয় নিয়ে রায়দিঘীর বিধায়ক অলক জলদাতা জানায় তৃণমূলের উন্নয়নে শামিল হতেই প্রধান উপপ্রধান সহ অনেকেই যোগদান করেছে শাসক দলে।তাতে তৃণমূলের হাত শক্তিশালী হচ্ছে!