|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: করোনা যোদ্ধাদের সম্মান জানাতে মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি পশ্চিমবঙ্গের রূপকার , প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে বিশ্ব চিকিৎসক দিবস উদযাপন করল। বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন সোসাইটির সদস্যরা, সিভিক পুলিস ও উপস্থিত অন্যান্য বিশিষ্টরা।চিকিৎসক দিবস ও বিধানচন্দ্র রায়ের জীবনী নিয়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন এলাকার চিকিৎসক সেখ কমরুদ্দিন। তিনি তাঁর বক্তব্যে সারা দেশের সাথে সাথে আমাদের জেলার চিকিৎসকদের এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার জানান। এই করোনা অতিমারির সময়ে চিকিৎসক যোদ্ধাদের ও তাঁদের সহযোগীদের ভূয়সী প্রশংসা করেন। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার চিকিৎসক সেখ কমরুদ্দিন, সদস্য সেখ মইনুল ইসলাম, সেখ মহম্মদ ইমরান, শেখ আলিফ হোসেন, মুগবসান ভিলেজ পুলিশ অঞ্জন পাল প্রমূখ। এমন উদ্যোগের এলাকাবাসী ভূয়সী প্রশংসা করেছেন।