অনুষ্ঠিত হলো মাদ্রাসা শিক্ষা পর্ষদের বার্ষিক সাধারণ সভা

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের প্রধান কার্যালয় সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবনে বুধবার অনুষ্ঠিত হয়ে গেল সাধারণ বার্ষিক সভা। সভার শুরুতে চলতি বছর যে সমস্ত মহান ব্যক্তিরা বিদায় নিয়েছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করা হয়। উপস্থিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে আলোচ্য বিষয়গুলি নিয়ে উপস্থাপন করেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন। রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি কে ধন্যবাদ জানানোর পাশাপাশি মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়নে রাজ্য সরকারের সদর্থক চিন্তাভাবনাকে কুর্নিশ জানান বোর্ডের অন্যতম সিনিয়র সদস্য একেএম ফারহাদ। উক্ত সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিকর্তা আবিদ হোসেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডঃ চিরঞ্জীব ভট্টাচার্য,মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলী, মাদ্রাসা শিক্ষা পর্ষদের সচিব সেখ আব্দুল মান্নাফ আলি, উপসচিব সাবানা সামিম,ডঃ আজিজার রহমান সহ বোর্ডের সদস্য সদস্যারা।