| |
|---|
মতিয়ার রহমান : মুরারই বিধানসভার পাইকর থানা এলাকার ভীমপুর গ্রাম। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ মোতাহার হোসেনের আবাসভূমি। এখানেই বড়ো হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ রসায়ন বিজ্ঞানী প্রয়াত ডঃ মুনকির হোসেন। তাঁরই অনুপ্রেরণায় তৈরি হয়েছে দারুল হোদা ইসলামিক য়ুনিভার্সিটি এবং আল ফৌজ ইংলিশ মিডিয়াম স্কুল।আজ ছিল তার বার্ষিক অনুষ্ঠান। ছাত্র ছাত্রীদের কথা কবিতা গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কনকনে শীতের ঠান্ডা ও পৌষের হিমেল হাওয়া উপেক্ষা করে অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল নজর কাড়া। ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের নতুন পোশাক যেন ঈদের আনন্দকেও হার মানায়। ওদের আনন্দ উচ্ছাস উচ্ছলতা এবং অনুষ্ঠানে অংশ গ্রহণ সকলের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানে অংশ নেয়া প্রত্যেক ছাত্র ছাত্রীদের হাতে মেমেন্টো উপহার হিসেবে তুলে দেন ওই স্কুলের শিক্ষিকারা।এই বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল কাম বেস ফাউন্ডেশনের ডিরেক্টর মহ নাফি । উপস্থিত ছিলেন দারুল হোদা ইসলামিক য়ুনিভার্সিটির প্রিন্সিপাল স্যার সিদ্দিক,আমডোল গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজিমুদ্দিন সেখ, আস সাকিনা ট্রাস্টের পক্ষে শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষাব্রতী ও প্রাক্তন বায়ু সেনার আধিকারিক মহ রহমত, অণুগল্পকার ও ভ্রামণিক মতিয়ার রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেস ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশিক্ষক নয়রুল সেখ।


