মেমারি প্রেস ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার নব গঠিত মেমারি প্রেস ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জীবনদায়ী এই উদ্যোগে সহযোগিতায় ছিল বড়শুল কিশোর সংঘ ও আঁচল এন জি ও। মেমারি বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এই শিবিরে ৬৫ জন রক্তদান করেন। মানবিক এই প্রয়াসে উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, পৌর প্রধান স্বপন বিষয়ী, উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, মেমারি ব্লক ১ এর বিডিও ডা. আলি মোহাম্মদ ওয়ালিউল্লাহ্, মেমারি ব্লক ২ এর বিডিও সৈকত মাঝি, নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য নিত্যানন্দ ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী স্বপন ঘোষাল, চেয়ারম্যান ইন কাউন্সিল বাপী ব্যানার্জি, মেমারি থানার ও সি সুদীপ্ত মুখার্জি, মেমারি গ্রামীণ হাসপাতালের বিএইচএমও ডা. দেবাশীষ বালা, অল ইন্ডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি দূরন্ত নাথ, ডা. অভয় সামন্ত ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্বাস্থ্যবিভাগের ভ্রাম্যমান শীততাপ নিয়ন্ত্রিত ভলভো বাসে এই স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করে বর্ধমান মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্ক সেন্টার। একই সঙ্গে মেমারি ব্লক ১ ও ২ এর সাংবাদিকদের নিয়ে মেমারি প্রেস ক্লাবের অনুষ্ঠানিক সূচনা পর্ব সম্পন্ন হয়। প্রেস ক্লাবের সম্পাদক আনোয়ার আলি বলেন, প্রথম বর্ষে আমরা রক্তদান শিবিরে খুব ভালো সাড়া পেয়েছি। তাছাড়া মেমারি প্রেস ক্লাবের পথচলা একটা নতুন মাইলফলক এই শহরের জন্য। জানা গেল, আগামী সেপ্টেম্বর মাসেও একটা রক্তদান শিবিরের আয়োজন করা যায় কি না চিন্তা ভাবনা চলছে।