|
---|
রাজু আনসারী, সুতি : এবার সামশেরগঞ্জে একসঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রতাপগঞ্জ অঞ্চলের বাম কংগ্রেস থেকে জয়ী চারজন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং ভাসাইপাইকর অঞ্চলের কংগ্রেসের প্রতিকে জয়ী একজন সদস্য। রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের পুঠিমারীতে বিধায়কের নিজস্ব বাসভবনে আনুষ্ঠানিকভাবে হাতে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারা। মূলত প্রতাপগঞ্জ অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে জয়ী কংগ্রেসের তিনজন, সিপিএমের একজন সদস্য এবং ভাসাইপাইকর অঞ্চলের কংগ্রেসের একজন সদস্য তৃণমূলের পতাকা ধরেন। নবাগতদের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দলে স্বাগত জানান সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জাকির হোসেন, শ্রমিক সংগঠনের সভাপতি মোহাম্মদ নাসিরউদ্দিন সহ ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। এদিন যোগদানের তালিকায় ছিলেন প্রতাপগঞ্জ অঞ্চলের কংগ্রেসের প্রতিকে জয়ী সদস্য মোহাম্মদ এনামুল হক, গোকুল কুমার দাস, মলি খাতুন এবং সিপিআইএমের প্রতীকে জয়ী জৈদুর রহমান। পাশাপাশি ভাসাইপাইকর অঞ্চলের কংগ্রেস থেকে জয়ী আশরাফুল হকও তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।ভোটের মাত্র কয়েক দিন যেতে না যেতেই বিরোধী দল থেকে জয়লাভ করার পরেই একের পর এক বাম কংগ্রেসের সদস্যদের তৃণমূল কংগ্রেসে যোগদান ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জেই রাজনৈতিক মহলে।