|
---|
বাইজিদ মণ্ডল মগরাহাট:-মগরাহাটে খুন হলেন মৈমুর ঘরামি ওরফে ময়না। গতকাল রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের গুলিতে মৃত ময়না। মগরাহাট দু নম্বর ব্লকের মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের গত পঞ্চায়েত নির্বাচনের বিজয়ী তৃণমূলের প্রার্থী এই ময়না। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,শুক্রবার গভীর রাতে বাড়ি ফেরার সময় চারদিক থেকে দুষ্কৃতীরা ঘিরে ধরে পরপর গুলি করেন ও মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্রের কোপে লুটিয়ে পড়েন ময়না। তারপর স্থানীয় সঙ্গী শাহজাহান বাঁচাতে আসলে গুলিবিদ্ধ হন শাজাহান মোল্লা। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতাল হয়ে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ময়নাকে। তবে কি কারণে খুন রাজনৈতিক শত্রুতা না জমি জায়গা নিয়ে কোনো বিবাদ, তদন্ত শুরু করেছে পুলিশ। গুলিবিদ্ধ শাজাহান মোল্লার গুরুতর অবস্থায় চিকিৎসা চলছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে।