|
---|
নিজস্ব সংবাদদাতা বোলপুর: মানব পাচার বিরোধী দিবস পালন করা হলো বোলপুরে। এদিন আর্ন্তজাতিক মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে তারাপুর সোস্যল ডেভেলপমেন্ট সোসাইটির তরফে বোলপুরের রেল লাইনের ধারে রজতপুর মহুলা গ্রামে শিশু ও অভিভাবকদের নিয়ে একটি সচেতনতা শিবির করা হয়। মানব পাচার প্রতিরোধে কি কি করা দরকার, কিভাবে নিজেরা সচেতন থাকবে, অন্যদের সচেতন করা হবে সেসব বিষয়ে সচেতন করেন সোনা মুর্মু, সুরঞ্জনা ঘোষ সহ অনান্যরা। এদিন মানব পাচার প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার কথাও বলা হয়। উল্লেখ্য, কৈলাস সত্যার্থী ফাইন্ডেশনের সহযোগিতায় তারাপুর সোস্যাল ডেভেলপমেন্ট সোসাইটি বীরভূমে শিশুদের সার্বিক সুরক্ষা বিষয়ে কাজ করে আসছে।