| |
|---|

খান আরশাদ, বীরভূম:
নিক্ষয় মিত্র প্রকল্পে রাজনগর হাসপাতালে যক্ষা রোগীদের সুষম খাবার বিতরণ করা হল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং জেলা শাসকের তরফে জেলার বিভিন্ন অংশে রক্ষা রোগীদের মধ্যে সুষম খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। যক্ষা রোগকে নির্মূল করার লক্ষ্যে এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে। এই উপলক্ষে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় স্বাস্থ্যকেন্দ্রে ৪১ জন যক্ষা রোগীকে সুষম খাদ্য বিতরণ করা হলো। সুজি, চিনি, বাদাম, ছাতু, সয়াবিন, ছোলা, সরষের তেল প্রভৃতি ১২-১৩ রকমের আইটেম রোগীদের মধ্যে বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, বি.এম.ও.এইচ ডক্টর তীর্থঙ্কর সিনহা, রাজনগর থানার এ.এস.আই পুলক কুমার হাজরা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পরিমল সাহা, সমাজকর্মী মহম্মদ শরীফ সহ অন্যান্যরা।


