বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির রায়নাতে

নিজস্ব সংবাদদাতা : বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির রায়নাতে। পূর্ব বর্ধমানের রায়নাতে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা, অপারেশন ও চশমা বিতরণ। উদ্যোক্তা রায়না পশ্চিমপাড়া যুব সংঘ। সহযোগিতা জামালপুর লায়ন্স ক্লাব। এই শিবিরের উদ্বোধন করেন বর্ধমান ও জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক কাজী মোঃ রফিক। কাজী মোহাম্মদ রফিক জানান, রায়না ও পার্শ্ববর্তী এলাকা থেকে রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, অপারেশন ও চশমা বিতরণ করা হয়। জামালপুর লায়ন্স ক্লাব বরাবরই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। রোগীরা বিনামূল্যে এই পরিষেবা পেয়ে দুহাত তুলে আশীর্বাদ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়না যুব সংঘের সম্পাদক নয়ন শাহানা, কাজী মোঃ আরিফ, মুন্সি মনিরুল হক। জামালপুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা: দীপান্বিতা সাহানা, রাজশ্রী দাস সামন্ত, সুশান্ত চন্দ্র প্রমুখ।