বীরভুমের খয়রাশোলে ফের বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ি

    নিজস্ব প্রতিনিধি, বীরভূম: আজ দুপুর নাগাদ ব্জ্র বিদ্যূতের আওয়াজের পাশাপাশি বাড়িতে থাকা মজুদ বোমা বিস্ফোরণে উড়ে যায় বাড়ি, প্রথমে এলাকার মানুষ না বুঝতে পারলেও বৃষ্টি থামার পরেই দেখে বাড়ির ভগ্নদশা মুহূর্তে ছবি ভাইরাল হয়ে যায়।।ঘটনাটি বীরভুম জেলার খয়রাশোল ব্লকের কাকড়তলা থানার বড়রা গ্রামে।বিবরনে প্রকাশ বড়রা পঞ্চায়েতের সদস্য সেখ মহিবুলের বাড়িতে মজুদ বোমা বিস্ফোরণে বাড়ির চার দেওয়াল সহ উড়ে যায় এসব্যাস্টেসের চাল। উল্লেখ্য বড়রা গ্রাম পঞ্চায়েতের তৃনমুল সদস্য সেখ মহিবুল একাধিক মামলায় কয়েক মাস যাবত জেলহেপাজতে থাকার পর গত তিনদিন আগে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে।মহিবুলের প্রথমা স্ত্রী আফিয়া বিবি জানান জেল থেকে ছাড়া পেয়ে এখানে এলে ও ঝগড়া ঝামেলা করে তিন সন্তান সহ আমাকে ছেড়ে দ্বিতীয় স্ত্রীর কাছে চলে যায়।কাকড়তলা থানার পুলিশ আগে ভাগেই গোপণ সুত্রে খবর পেয়ে সেখ মহিবুলের বাড়িতে মজুদ বোমার হদিস পেতেই বাড়িটি ঘিরে ফেলে।ঘটনায় অল্প বিস্তর জখম হয় আফিয়া বিবি । পুলিশ ও প্রতিবেশীদের সহযোগিতায় নাকড়াকোন্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয় আফিয়া বিবির। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অভিযুক্ত সেখ মহিবুলের খোজে কাকড়তলা থানার পুলিশ তল্লাশি শুরু করেছেন।এই মুহুর্তে সেখ মহিবুল পলাতক .ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য ঘটনাস্থলে আসেন বীরভুম জেলা পুলিশের ডিএসপি (হেডকোয়াটার্স)কাশিনাথ মিস্ত্রী সহ বোমস্কোয়ার্ডের পাচ সদস্যের টিম।বোম স্কোয়াডের সদস্য গন বিস্ফোরণের ঘটনাস্থলের কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যান। বিশেষ উল্লেখ্য বীরভূমের খয়রাশোল এলাকা যে বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে তাহা আবার চোখে আঙুল দিয়ে দেখানো হলো।