|
---|
শেখ সিরাজ: ৫ই সেপ্টেম্বর শুক্রবার বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা) এর পবিত্র জন্মদিন ও সর্বপল্লী ডঃ রাধকৃষ্ণন এর শুভ জন্মদিনে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে হুগলির পোলবা – দাদপুর ব্লকের আলিপুর ঝাউবাঁধ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘ সিমপ্যাথী (সামাজিক প্রতিষ্ঠান) দ্বিতীয় বর্ষের পত্রিকা প্রকাশ অনুষ্ঠান ,গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ দিন আয়োজিত মান্দারার ‘ সিম প্যাথীর ‘ উদ্যোগে এক ঝাঁক কবি,সাহিত্যিক , সাংবাদিক সহ বুদ্ধিজীবী মানুষদের সমাগমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয় । সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জয়শ্রী পাল।এছাড়া সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি শেখ সিরাজ,’ সিমপ্যাথির ‘ সম্পাদক ও বিশিষ্ট ডাঃ প্রকাশ চন্দ্র বাগ ,বিশিষ্ট সমাজসেবী ভক্তিপদ ঘোষ ,বিশিষ্ট শিক্ষক ত্রিশিত বরণ সিংহ রায় ,বিশিষ্ট শিক্ষক অসিত রায়,সমাজসেবী প্রবীর রায়, বিশিষ্ট শিক্ষক দেবজিৎ দাস,সংস্থার যুগ্ম সভাপতি পঙ্কজ চক্রবর্তী, বিশিষ্ট অভিনেতা অলোক চক্রবর্তী সহ আরও অনেকে।পত্রিকার সম্পাদক ডাঃ প্রকাশ চন্দ্র বাগ সহ সম্মানীয় অতিথিরা আনুষ্ঠানিকভাবে পত্রিকার মোড়ক উম্মোচন করেন।অনুষ্ঠানে জনপ্রিয় সাংবাদিক ও কবি শেখ সিরাজ, বিশিষ্ট শিক্ষক ত্রিশিত বরণ সিংহ রায় ,স্বপন মাজি ,সঞ্জীবন মুখার্জী,তন্ময় কর,গোপা ঘোষ ,অমিত রায়,শিবানী সিংহ ,প্রবীর রায় সহ মোট ৩৬ জন গুণীজনকে উত্তরীয় ,মেমেন্টো ,স্মারক সম্মান ও অন্যান্য উপহার দিয়ে সংবর্ধিত করা হয়।অনুষ্ঠানের শুরুতে ড: রাধাকৃষ্ণন এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।আলিপুর ঝাউবাঁধ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কবিতা , আবৃত্তি,নৃত্য ও ছাত্রের পরীক্ষা নাটক টি সুন্দরভাবে মঞ্চস্থ করে। স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তিতে শেখ সিরাজ,অলোক চক্রবর্তী,দীপ পাকিরা,নাফিসা, নূসরাত,তানিশা,পাপিয়া খাতুন অংশ নেয়।সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চলনা করেন স্বর্ণালী রায়।এদিনের অনুষ্ঠানের সামাজিক এই উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।