|
---|
নিজস্ব সংবাদদাতা : রবিবার ১২ই জানুয়ারী বিবেকানন্দের শুভ জন্মদিনে মুর্শিদাবাদ জেলার বহরমপুর কালেক্টরেট ক্লাব এ অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের বার্ষিক শ্রোতা সম্মেলন – মিলনমেলা ২০২৫ । মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক শ্রোতা সম্মেলনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ১২০জন বেতারপ্রেমী শ্রোতাবন্ধু ,কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজসেবী মানুষ , সাংবাদিক, ঘোষক-ঘোষিকা এবং বেতার সংগঠন এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে “বেতার ভুবন” নামে একটি বেতার বিষয়ক পত্রিকার চতুর্থ সংখ্যা প্রকাশিত হয়। “বেতার ভুবন” পত্রিকায় দেড় শতাধিক বেতার বিষয়ক লেখা, কবিতা, গল্প, শুভেচ্ছা বার্তা প্রকাশিত হয়। মিলন মেলায় বেতার বিষয়ক একটি স্টল ও প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে আকাশবাণী ছাড়াও বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বেতার যেমন রেডিও ফ্রান্স ইন্টারনাশানাল , ভয়েস অফ ভিয়েতনাম , ভয়েস অফ মঙ্গোলিয়া , রেডিও তাইওয়ান ইন্টারনাশানাল, কে বি এস ওয়ার্ল্ড রেডিও , রেডিও ভেরিতাস এশিয়া , রেডিও তেহরান , রেডিও জাপান , রেডিও শ্রিলাঙ্কা (আহ্বান ) , ট্রান্স ওয়ার্ল্ড রেডিও ইন্ডিয়া, রেডিও প্রাগ প্রভৃতি বেতারের অনুষ্ঠানসূচী , স্টিকার, পেনেণ্ট , ক্যালেন্ডার , সুভেনীর ইত্যাদি ও রেডিওর প্রদর্শন করা হয়। বেতার বিষয়ক এই প্রদর্শনীটি বেতারপ্রেমী শ্রোতাবন্ধুদের কাছে ছিল ভীষণ আকর্ষণীয়।
মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের সদস্য সদস্যা্ কুহেলি বিশ্বাস, মানসী বড়াল , মনিরা বেগম, প্রীতি মিত্র, সোমা দাস, সাফিকা বেগম, কাশিনাথ মণ্ডল এর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুস্থানে উপস্থিত ছিলেন আকাশবানী মুর্শিদাবাদের উপস্থাপক ঋত্বিক সরকার, উপস্থাপিকা সাদাতুন নাজনিন, মধুমিতা সাহা প্রমুখ। অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন বিশিষ্ট লেখক ধ্রুব নারায়ণ রায়, কুনাল কান্তি দে, শিশ মহম্মদ শিশান, সৌমেন বিশ্বাস, মানস দাস, আব্দুল ওয়াহিদ , মহাদেব গুরিয়া , সর্বেশ্বর পাল, নিমাই দত্ত , সমাজসেবী মতিউর রহমান প্রমুখ।
ছিলেন আব্দুল হাদি, বিশ্বনাথ মণ্ডল , শিবেন্দু পাল, মিল্টন চক্রবর্তী, কাশিনাথ মণ্ডল , মো: স্বরূপ চাঁদ সেখ, রফিকুল মণ্ডল , বাবুরাম মণ্ডল, আরিফ হোসেন ,সুব্রত দাস , আব্দুল জুব্বর আলী, অমিয় কুমার দে, ডঃ দীপঙ্কর রায়, নজরুল ইসলাম ,সহদেব পাল, কাশীনাথ ঠাণ্ডার, বিমান চন্দ্র মল্লিক, ফজলে এলাহি , মানিক চাঁদ শেখ, তরুন মৈত্র, কালিপদ হাজরা সহ অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ ।
মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের পক্ষ থেকে প্রবীণ বেতার শ্রোতা আব্দুল হাদি সাহেবকে বেতার সম্মাননা প্রদান করা হয়। এছাড়া, মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের পক্ষ থেকে বিশ্বনাথ মণ্ডল , কাশিনাথ মণ্ডল , শিবেন্দু পাল ও আরিফ হোসেন শ্রোতাবন্ধুদেরকে স্বেচ্ছায় বেতারের বিভিন্ন অনুষ্ঠান রেকর্ডিং করে সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেতার অনুষ্ঠান রেকরডিস্ট সম্মান জানানো হয় । বিশেষ সম্মাননা প্রদান করা হয় সৌমেন বিশ্বাস মহাশয় কে।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট কবি ও আইনজ্ঞ তানজিলাল সিদ্দিকি (বীরভূম ), মিল্টন চক্রবর্তী, বাবুরাম মণ্ডল, কাশিনাথ মণ্ডল।
বেতার শ্রোতা পরিবারের সম্পাদক শিবেন্দু পাল বলেন সকলের আন্তরিক প্রচেষ্টায় মিলনমেলা সার্থক হয়ে ওঠে। আগত দর্শকদের জন্য কিছু উপহার সামগ্রী ও টিফিন- দুপুরের আহার এর আয়োজন করা হয় । বেতার শোনার প্রতি মানুষ কে উৎসাহিত করা , আধুনিক যুগেও বেতারের গুরুত্ব সম্পর্কে জানানো সংগঠনের মূল লক্ষ্য। আগামী ১৩ই ফেব্রুয়ারী ২০২৫ বিশ্ব বেতার দিবস উপলক্ষ্যে মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের উদ্যোগে শ্রোতা সম্মেলন ও রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। সবারে করি আহ্বান। বেতার শুনুন ,বেতারকে ভালোবাসুন।