|
---|
নিজস্ব প্রতিনিধি- দিদিকে বল কর্মসূচি পালন করা হল বীরভূম জেলার হাসন বিধানসভা কেন্দ্রের তপনা গ্রামে। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীদের বাড়িতে বাড়িতে হাজির হন সৈয়দ সিরাজ জিম্মি তারপর শুক্রবার সকালে তপনা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। একের পর এক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জিম্মি বাবু তৃণমূল স্তরে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে। সেই লক্ষ্য অবিচল থাকার কারণেই দেখা যাচ্ছে লোকসভা ভোটের পর আবার চনমনে তৃণমূল শিবির। জিম্মি বাবু তৃণমূল কংগ্রেসের কর্মীদের অভাব-অভিযোগ বিভিন্ন শোনার পর তাদের আশ্বস্ত করেন খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। জিম্মি বাবু জানান আমি এই এলাকার ভূমিপুত্র, এখানকার মানুষের সাথে দীর্ঘদিনের যোগসুত্র, আগেও উনাদের পাশে সব সময় থেকেছি ভবিষ্যতেও থাকবো। আজকের কর্মসূচিতে যে অভিযোগগুলো উঠে এসেছে সেগুলো খুব শীঘ্রই সমাধান করার চেষ্টা করব।