গলসি উৎসবের সুচনা, চলবে সাতদিন

আজিজুর রহমান, গলসি : পূর্ব বর্ধমানের গলসিতে বুধবার উদ্বোধন হলো গলসি উৎসবের। গলসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই উৎসব। এবছর তৃতীয় তম বর্ষে পদার্পণ করলো গলসি উৎসব ও স্বাস্থ্যমেলা। উদ্ধোবনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক আয়েশা রানি এ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও গলসির বিধায়ক নেপাল ঘরুই, মহকুমা শাষক তীর্থেন্দু গাঙ্গুলি, বি,ডি,এ চেয়ারম্যান কাকলি তা,গলসি ২ ব্লকের বিডিও মৈত্রী ভৌমিক, সার্কেল ইন্সপেক্টর শৈলেন্দ্র উপাধ্যায়,গলসি থানার ওসি অরুন কুমার সোম ও অন্যান্য বিশিষ্টজনরা। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে গলসি উৎসবের শুভ সূচনা করা হয়। এছাড়াও শান্তির প্রতিক পায়রা উড়ানো হয় এবং বড়োদিন উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। আগত অতিথিরা জানান ধীরে ধীরে জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে এই উৎসব । পরের বৎসর হয়তো আরও সাড়ম্বরভাবে এই গলসি উৎসব পালিত হবে। উৎসবের সভাপতি সুজন মন্ডল জানান, আমরা কারও কাছে চাঁদা না নিয়ে শুধু ব্যাবসাদারদের সহযোগিতায় এই মেলা করছি, এলাকার মানুষদের আনন্দ দিতে। গলসি উৎসব চলবে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিনই বিভিন্ন চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীর অনুষ্ঠানের মাধ্যমে সকলকে আনন্দ দেওয়া হবে বলে জানা যায়। তাছাড়া স্বাস্থ্য বিষয়ক বেশ কিছু কর্মসূচি থাকবে বলে জানা গেছে।