গলসির পুরসার ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল কাটোয়া

আজিজুর রহমান, গলসি : পুরসা অগ্রগামী যুব সংঘের প্রথম সেমিফাইনালে জয়ী হলো কাটোয়া একাই হার্ট। এদিন তারা ২-১ গোলে বর্ধমান লোকো কোচিং সেন্টারকে পরাজিত করে। জানা গেছে, গত ১৫ নভেম্বর পুরসা অগ্রগামী যুব সংঘের আয়োজনে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি ফুটবল প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন জেলার আটটি দল অংশগ্রহণ করেছে। এদিনের খেলায় কাটোয়া একাই হার্ট এবং বর্ধমান লোকো কোচিং সেন্টার মুখোমুখি হয়। ম্যাচের ৮ মিনিটে সনাতন হাসদা প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ১০ মিনিটে তাপস টুডু একটি গোল করে ব্যবধান বাড়ান। খেলার ২৯ মিনিটে বর্ধমানের অজয় ছেত্রী একটি গোল‌ করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত কাটোয়ার কাছে পরাজয় স্বীকার করতে হয়। খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন কাটোয়ার তাপস‌ টুডু। পুরসা অগ্ৰগামী যুব সংঘের সম্পাদক সেখ ফিরোজ আহমেদ জানিয়েছেন, দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি ৪ঠা ডিসেম্বর অনুষ্ঠিত হবে।