|
---|
তেঘড়ি মহালদার পাড়া মোড় হইতে বাবুপুর মোড় পর্যন্ত রাস্তার রিপেয়ারিং এর কাজের শুভ সূচনা করলেন বিধায়ক
আব্দুস সামাদ জঙ্গিপুর: মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তেঘড়ি মহালদার পাড়া মোড় হইতে বাবুপুর মোড় পর্যন্ত (৪কিলোমিটার) রাস্তার রিপেয়ারিং কাজের শুভ সূচনা করলেন মাননীয় বিধায়ক আখরুজ্জামান মহাশয় ও পঞ্চায়েত সমিতির সভাপতি শাহীন সিদ্দিকী মহাশয়া। আজকের শুভ সূচনা অনুষ্ঠানে বিধায়ক আখরুজ্জামান মহাশয় বলেন আগামীতে রাজ্যে বিধানসভা নির্বাচন। এই বিধান সভা নির্বাচনে তৃতীবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বানার্জি কে বাংলার মসনদে বাংলার জনগণ আবারো চাই। বাংলার উন্নয়ন প্রতিটি মানুষের উন্নয়ন। এছাড়া তিনি বলেন বিজেপির অশুভ ছায়া বাংলার মাটিতে ঠাঁই পাবে না। এই বিজেপির অপশক্তির বিরুদ্ধে বাংলার মা মাটি মানুষের সরকার আবারো গঠিত হবে। বাংলার প্রতিটি মানুষের কাছে
সুবুজসাথী,যুবশ্রী,কন্যাশ্রী,সাস্থসাথী,বাংলার প্রতিটি ঘরে ঘরে বাংলার মুখ্যমন্ত্রী পৌঁছে দিয়েছেন। এছাড়াও তিনি বলেন আমাদের নেত্রী মমতা বানার্জি রঘুনাথগঞ্জ বিধানসভায় যাকেই তৃণমূলের প্রার্থী মনোনীত করবেন আমরা তাকে জয়ী করবো। উক্ত শুভসূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ মেম্বার অলিয়ারা বিবি ও তেঘড়ি এবং লক্ষীজোলা গ্রামপঞ্চায়েতে প্রধান,উপপ্রধান, সহ আরো অনেকে।