|
---|
আজিজুর রহমান,গলসি : এলাকায় গ্যাসের পাইপ লাইন বসানোর কাজের জেরে ক্ষতিগ্রস্ত চারশো বিঘা সদ্য রোপন করা ধান জমি। এমনই অভিযোগ তুলে আন্দোলনে নামলেন গলসির বড়মুড়িয়া মৌজার চাষিরা। যার জেরে বন্ধ হয়ে গেল গেইল ইন্ডিয়া লিমিটেডের পাইপ লাইন বসানোর কাজ। চাষিদের দাবী, পাইপ লাইন বসানোর জন্য জমি অধিগ্রহণ করেছে গেইল ইন্ডিয়া লিমিটেড। সেই জন্য ওই মৌজার চাষিদের ক্ষতিপুরন দিয়েছে পাইপ লাইন কতৃপক্ষ। সেই জমিতে কাজ করতে এসে পার্শবর্তী বহু জমি নষ্ট করছে গেইল ইন্ডিয়া লিমিটেড। স্থানীয় চাষি আতাউল করিম বলেন, চাষের সময়ে তাদের মাঠে পাইপ বসানোর কাজ করা হচ্ছে। কিছদিন আগে সারুল, ছোটমুড়িয়া, খানো এই তিনটি গ্রামের মাঠের তিনচার কিমি পাইপ লাইন বসেছে। কাজ করার জন্য সেই জায়গায় জল গাদা জমে আছে। ফলে পাইপ লাইন বরাবর একটি লম্বা জলাশয় তৈরী হয়েছে। বৃষ্টির জেরে সেই জল ছাপিয়ে মাঠের জমিকে প্লাবিত করছে। তার দাবী, বহু বার বলার সত্ত্বেও কোন রকম জল নিকাশী করার ব্যবস্থা করে নি গেইল কতৃপক্ষ। তাই বাধ্য হয়ে আজ তারা কাজ বন্ধ করে দিয়েছেন। চাষি সেখ লেবু বলেন, আমরা জল নিস্কাশন করার জন্য বললেও কথা শুনছে না। প্রতিদিন নানা বাহানা দিচ্ছে সাইড ম্যানেজাররা। চার পাঁচ দিন জল নিস্কাশন না করায় বহু জমির ধান জলের নিচে চলে গেছে। এবার তা পচে নষ্ট হয়ে যাবার উপক্রম। তার দাবী, গেইল এর গাফিলতিতে তারা বিরাট ক্ষতির মুখে পড়েছেন। মাঠ ছাড়াও খানো জংশনের রাস্তার গোটা নিকাশী নালাটি সংস্কার করতে হবে গেইলকে। সেখ গওসার আজম নামে এক চাষি বলেন, জলের তলায় সদ্য রোয়া ধান চলে যাওয়ায় তারা তিন চারটি গ্রামের চাষিরা একত্রে ওই কাজ বন্ধ রেখেছেন। কতৃপক্ষ বসে সমস্যা না মেটালে তারা বৃহত্তর আন্দোলন করবেন। তিনি বলেন, একদিকে গেইল ও অন্যদিকে স্থানীয় কয়েকটি রাইস মিলের বজ্য জলে এলাকার নিকাশী নয়নজুলিটি বুজে গেছে। তাদের সমস্যা সমাধান না হলে তারা আগামী দিনে রাইস মিলেও আন্দোলন করবেন। এদিকে চাষিদের আন্দোলনের জেরে কাজ বন্ধ করে মাঠ থেকে উঠে পরে পাইপ লাইনের কাজে কর্মরত শ্রমিকরা। সাথে সাথে উঠে যায় পাইপ লাইন বসানোর বিভিন্ন যন্ত্রাংশ ও মেশিন। ঘটনার জেরে চাষিদের সাথে আলোচনায় বসছেন গেইল কতৃপক্ষ।