| |
|---|
নিজস্ব সংবাদ : ২১জানুয়ারি,বুধবার হুগলির চকতাজপুরে ওয়েস্ট বেঙ্গল সিদ্দিকীয়া গার্ল হাই মাদ্রাসায় ৬০তম বাৎসরিক নবী দিবস পালিত হলো। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান টি গড়ে ওঠে ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা।।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না, চকতাজপুর হাজি এলাহী বক্স মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুস সামাদ সাহেব, গার্লস মাদ্রাসার সম্পাদক সেখ শাহনাওয়াজ হোসেন,প্রধান শিক্ষিকা সু কন্যা দত্ত। ছাত্রিদের গজল, কেরাত, আবৃত্তি ইত্যাদি ইভেন্ট ছিল তা সুচারুভাবে সঞ্চালন করেন ম্যাডাম মিঠু রাউত। উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষিকা গন ও ছাত্রি রা। নবী পাকের কর্মময় জীবনের বিস্তারিত আলোচনা করেন। কোরআন শরীফ আলোকে শিক্ষার কথা তুলে ধরেন। পাশাপাশি নারী জাতিকে শিক্ষাই আগিয়ে আসতে হবে। বক্তব্যে বলেন একটা পরিবারের একটা গোত্রের উন্নতি করতে হলে নারি জাতির শিক্ষার দ্বারাই সম্ভব। বাৎসরিক এই অনুষ্ঠান সামনে পেয়ে পড়ুয়াদের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে যায়।মনোরম এক পরিবেশে পরিনত হয় সভা।অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না র দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।


