|
---|
নিজস্ব সংবাদদাতা : হুগলি জেলার জমিয়ত উলামা হিন্দের পক্ষ হতে বন্যা কবলিত এলাকায় এখনো পর্যন্ত ত্রাণ শিবিরের কাজ চলছে। কারন কিছু এলাকায় বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাথা গোঁজার ঠাঁই নাই। সেই রকম পরিবারের পাশে জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ হতে শুকনো খাবার ও কিছু খাদ্য সামগ্রী আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলার জমিয়ত উলামায়ে হিন্দের সহ- সম্পাদক হাফেজ মাওলানা নুরুদ্দিন কাসেমী, সহ-সভাপতি শেখ মিরাজুল হক ও তার টিমের সহযোদ্ধারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবায় নিয়োজিত আছে জমিয়ত উলামায়ে হিন্দ। আরামবাগ মহাকুমার বিস্তীর্ণ অঞ্চলে যে সমস্ত বাড়ি সত্যিকারের অর্থে ত্রাণ সেভাবে এখনো পর্যন্ত মানুষের হাতে পৌঁছায়নি জীবন জীবিকা তাদের দুর্বিষহ হয়ে পড়েছে সেই সমস্ত মানুষের হাতে টিম ওয়ার্ক তৈরি করে আমরা খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিয়েছি, আগামী দিনে আরামবাগ মহাকুমার জমিয়ত উলামায়ে হিন্দ মানুষের পাশে মানুষের সাথে সর্বদা সাহায্য সহযোগিতা করা হবে বলে জানান সংগঠনের কর্মকর্তারা।