|
---|
দেবজিৎ মুখার্জি: শনিবার তথ্য মন্ত্রকের সচিব গোবিন্দ মোহন ১২ জনের একটি দল – তিন জন ইতিহাসবিদ, চার জন এএসআই আধিকারিক ও বাকি গবেষক – নিয়ে কুতুব মিনার চত্বর পরিদর্শনের পর এএসআইকে মাটি খোঁড়ার কাজ শুরু করার নির্দেশ দেন ভারত সরকার।
জানা গিয়েছে, দক্ষিণ দিক থেকে খোঁড়ার কাজ শুরু করা হবে এবং মিনার থেকে ১৫ মিটার দূরে। এছাড়াও ওই চত্বরে যেসব মূর্তি পাওয়া গিয়েছে, তারও আইকনোগ্রাফি করার নির্দেশ দেওয়া হয়েছে।