|
---|
নিজস্ব সংবাদদাতা- ২০১৯-এর হজ যাত্রায় অংশগ্রহণকারী হজ যাত্রীদের নিয়ে শুরু হল বীরভূম জেলার পাইকর কবিগুরু কলেজ অফ এডুকেশন এর উদ্যোগে প্রশিক্ষন শিবির। রবিবার এই শিবির অনুষ্ঠিত হয়।
এই শিবিরে উপস্থিত ছিলেন কবিগুরু কলেজ অফ এডুকেশন এর ডিরেক্টর মেহেদি হাসান, মৌলানা আলহাজ আস্সাউদ্দিন সাহেব , মৌলানা মহঃ হাসিমদ্দিন সাহেব , হাফেজ এ কোরান মৌলানা মহঃ মাহে আলম সাহেব উপস্থিত ছিলেন মুরারই , পাইকর , রঘুনাথগঞ্জ ও নলহাটি থানার 42 জন হাজি সাহেব ও হাজি সাহেবা । পুরোনো হাজী সাহেব ও হাজী সাহেবা গণও উপস্থিত ছিলেন। প্রায় সাড়ে 3 ঘন্টা ধরে প্রশিক্ষণ চলে । প্রশিক্ষণ শেষে হাজী সাহেবদের তোফা দেওয়া হয় কলেজের পক্ষ থেকে ও সমগ্র কায়নাত এর জন্য দোয়া করে প্রশিক্ষণ শেষ হয়। । কবিগুরু কলেজ অফ এডুকেশন এর ডিরেক্টর মেহেদী হাসান বাবু জানান বহু হজযাত্রীরা হজে গিয়ে বিভিন্ন জায়গা সম্বন্ধে অজ্ঞাত থেকে যায়, তাই আমরা সে গুলোকে অডিও ভিজুয়াল করে হজ যাত্রীদের সামনে তুলে ধরি। তাদের যাত্রাপথ কেমন হবে, হজে গিয়ে কোন কোন নিয়ম গুলি পালন করা দরকার ইত্যাদি বিষয়গুলোই ছিল এই শিবিরের প্রধান উদ্দেশ্য।