বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামলেন মালদার হাবিবপুর ব্লকের শ্রমিকরা

দেবাশীষ পাল, মালদা: হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে বুলবুলচন্ডী বাজারে আজ সকাল ৯টা নাগাদ বুলবুলচন্ডীর নির্মান শ্রমিক কল্যান সোসাইটি পক্ষ থেকে ব্লকের সকল রাজমিস্ত্রী সহ প্রায় ৫০০ শ্রমিক একত্রিত হয়ে কর্মী সভা করেন।

    শ্রমিকদের দাবি, যেভাবে জিনিসের দাম বাড়ছে, এই বেতনে তাদের সংসার চালানো সম্ভব হচ্ছেনা। হেডমিস্ত্রীর বেতন ছিল আগে ৪০০ টাকা নতুন বেতন ৪৫০ সাধারন মিস্ত্রি ৩৯০ থেকে ৪৩০ লেবারের বেতন ২৬০ থেকে ৩০০ সাটারিং মিস্ত্রি ১২ টাকা স্কায়ারফিট থেকে ১৪ টাকা শ্রমিকের বেতন বাধা হয়েছে।