|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, রাজনগর: বীরভূমের রাজনগর থানা শান্তি কমিটির উদ্যোগে রথযাত্রা উপলক্ষে মঙ্গলবার থানায় এক বিশেষ সভার আয়োজন করা হয়৷ আয়োজকরা জানান, আসন্ন রথযাত্রাকে সামনে রেখে এই সভা৷ এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা অটুট থাকে এবং রথযাত্রা তথা রথের মেলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য এই ধরণের বৈঠক৷ অন্যান্য বারের মতো এবারও রথযাত্রাকে কেন্দ্র করে যাবতীয় কর্মসূচী ভালভাবে সম্পন্ন হবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তা, শান্তি কমিটির প্রতিনিধি ও বাসিন্দারা৷
উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, শান্তি কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক প্রদীপ দে, মাধব দত্ত, হরিমোহন পাল, আবুল ফজল খান, প্রাণতোষ ওঝা, সেখ নাজু, সেখ মানিক, রাফায়েত আলি প্রমুখ৷ এক প্রশ্নের উত্তরে প্রদীপ বাবু বলেন, বিভিন্ন উৎসব, অনুষ্ঠান, পুজো, পরব প্রভৃতির আগে নিয়মিত আমাদের শান্তি কমিটির সভা হয়ে থাকে৷ একই ভাবে রথের আগে আমরা মিটিং এ বসেছিলাম৷ শান্তি কমিটির প্রতিনিধিরা ও প্রশাসনিক আধিকারিকও উপস্থিত ছিলেন৷ সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সবকিছু সুন্দর ভাবে উদযাপন করা সম্ভব হবে সকলের সহযোগিতায় এমনটাই মনে করছেন তাঁরা৷