|
---|
মালদা, ০৩ জুলাই । বাড়ির সীমানা বেড়া দেওয়া নিয়ে দুই ভাইয়ের গোলমাল ঠেকাতে গিয়ে আক্রান্ত হলেন বড় দাদা । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার অনন্তপুর গ্রামে। অভিযুক্ত এক ভাই তার দুই দাদা ও তাদের ছেলেদের ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ। এই হামলার ঘটনার পর তিনজনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে সংশ্লিষ্ট এলাকার গ্রামীণ হাসপাতাল এবং মালদা মেডিকেল কলেজে। পুরো ঘটনায় আক্রান্তের পরিবার হবিবপুর থানায় অভিযুক্ত ভাই কমল মন্ডল ও তার দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত হয়েছেন গনেশ মন্ডল (৫৮), তার ভাই সুবল মণ্ডল (৩৭) এবং গণেশের এক ছেলে সুমিত মন্ডল (২০)। আক্রান্ত সুবল এবং সুমিতের চিকিৎসা চলছে হবিবপুরের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। বৃদ্ধ গণেশ মণ্ডলকে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে।
পুলিশকে অভিযোগে আক্রান্ত গণেশবাবু জানিয়েছেন, বাড়ির সীমানায় বেড়া দেওয়াকে ঘিরে সুবল এবং কমল দুই ভাইয়ের মধ্যে গোলমাল চলছিল। এদিন সকালে সেই গোলমাল ঠেকাতে গিয়ে ছোট ভাই কমল মন্ডলের হামলায় তারা জখম হয়েছেন। ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা এসে তাদের উদ্ধার করেছে।
হবিবপুর থানার পুলিশ জানিয়েছে , অভিযুক্ত কমল মন্ডল সহ তার দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক । তাদের খোঁজ চালানো হচ্ছে।
ছবি —— ভাইয়ের হামলায় জখম দাদার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজে।