উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, খাতা দেখার জন্য আর প্রয়োজন হবে না আরটিআই এর।

নতুন গতি নিউজ ডেস্ক : ৫ই জুলাই থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালু করা হচ্ছে নতুন নিয়ম | এই নিয়মে বলা হচ্ছে পরীক্ষকদের মূল্যায়ন

    ও পরীক্ষার ফল প্রকাশের পর, প্রত্যেক ছাত্রছাত্রীই দেখতে পারবে নিজেদের খাতা | তার জন্য কোনো আরটিআই করার প্রয়োজন হবে না |

    সংসদ অফিসে গিয়ে বিনা খরচে পরীক্ষার্থীরা নিজেদের খাতা দেখতে পারবে |
    ‘আরটিআই এর বিকল্প এই পদ্ধতি’কে সবুজ সংকেত দিচ্ছেন সংসদ সভাপতি ডা: মহুয়া দাস।